প্রায় ২০০ অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক

৮ জুন, ২০২০ ০১:১৫  
ঘৃণা, বিদ্বেষের বিরুদ্ধে জোরালোভাবে সক্রিয় হয়েছে ফেসবুক। এবার আরেকধাপ এগিয়ে গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এপি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রাউড বয়েজ, আমেরিকান গার্ডসহ বিভিন্ন বর্ণবাদ ও বিদ্বেষী গ্রুপের সাথে জড়িত প্রায় ২০০ অ্যাকাউন্ট বাতিল করেছে। খবর এনগ্যাজেট। ফেসবুকের কাউন্টার টেররিজম পরিচালক ব্রিয়ান ফিশম্যান বলেন, এসব গ্রুপের সদস্যরা বর্ণবাদী কথাতেই সীমাবদ্ধ থাকছে না তারা বর্ণবাদ বিরোধী প্রতিরোধে অস্ত্রসহ হামলার পরিকল্পনা করছে। কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফেসবুক ঘৃণামূলক আলোচনা সনাক্ত করছে। আগামীতে এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছে ফেসবুক। ডিবিটেক/বিএমটি